সারাদেশে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে সোমবার সারাদেশে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কয়েকটি জেলায় এসব কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং আটক ঘটনা ঘটেছে।
এনটিভির অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর :
মোস্তাফিজ আমিন, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, পৌর ও হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মসূচী পালিত হয়। এতে ছাত্রদলের তিন শাখার কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সকাল ১১টার দিকে ভৈরব বাজার ডাউলপট্টির দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি জোবায়ের আল মাহমুদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক সোহেলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন, সিনিয়র সহসভাপতি আরিফুল হক সুজন, পৌর যুব দলের সভাপতি হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক মো আরমান মিয়া।
মো. আলমগীর হোসেন, ভালুকা : ভালুকায় বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লাঠি পেটা করে পুলিশ । এতে কমপক্ষে ২৫ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। এসময় আটজনকে আটক করেছে পুলিশ।
বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহামেদ জানান, পুলিশের মৌখিক অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল। কোনো প্রকার উস্কানি ছাড়া অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে পুলিশ হামলা চালিয়ে লাঠিপেটা করে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান, অনুমতি ছাড়া অনুষ্ঠান করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অসাবধানতায় নিজের বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি পায়ে লেগে এক পুলিশ সদস্য আহত হয়।
সঞ্জিব দাস, ফরিদপুর : শহরের ময়েজ মঞ্জিল থেকে দুপুর ১২টায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্য়ায়ে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়। পরে স্থানীয় ময়জদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি সেলিম। সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক ইউসুফ হোসেন, শহর ছাত্রদলের সভাপতি গাজী মাহবুব, কায়েস, তরুন। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালিতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : দুপুরে অলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ লিপ্টন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী, বিএনপির সহসভাপতি আকবর হোসেন ফরাজী, সদর থানা বিএনপির সভাপতি ওমর ফারুক, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট এস এম তৌফিক, সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সকাল ৮টায় অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপি কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, অধ্যক্ষ শামছুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেকেন্দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
কে এম সবুজ, ঝালকাঠি : শহরের ফায়ার সার্ভিস সড়কের কার্যালয়ে রোববার দিবাগত রাত ১২টা এক মিনিটে কেক কাটেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রদলনেতা জাহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। বক্তব্য দেন ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত মিঠু ও মো. গিয়াস উদ্দিন। এ সময় বক্তারা নতুন বছরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : সকালে বিভিন্ন উপজেলা শত শত ছাত্রদলের নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য দেওয়া হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার উপস্থিত ছিলেন।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : রূপগঞ্জের ভোলাব এলাকায় দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা আলমগীর হোসেন টিটু। প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলাম ইমন। এতে আরো বক্তব্য দেন আবু মো. মাসুম, সানাউল্লাহ মিয়া ও মনির হোসেন মেম্বার।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হবে, বিএনপি তৃণমূল জনগণের কাছে কতটা জনপ্রিয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : বেলা ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক কামরুল হাসান রাজু।
কেক কাটা শেষে কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে আসতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত এক সমাবেশ করে।
এবিএম ফজলুর রহমান, পাবনা : দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ তাদের করতে বাধা দেয়। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান জাফির তুহিনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। পরে অভিযান চালিয়ে ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।