আমার দেশ সম্পাদকের তিন বছরের কারাদণ্ড
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন।
urgentPhoto
একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর আইনজীবী জয়নুল আবেদীন মেজবা কারাদণ্ডের বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিন্ত করেছেন।
এ মামলায় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আজ রায় ঘোষণার আগে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়েছিল। সাজার পরোয়ানা দিয়ে তাঁকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের উপপরিচালক নূর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় একই বছরের ১৫ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
পরে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বিচারের জন্য বদলি হয়ে গেলে চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আটক আছেন। গত বছরের ১৩ জুলাই তাঁকে দুদকের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।