লক্ষ্মীপুরে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
লক্ষ্মীপুরে বাসচাপায় মো. শফিকুল ইসলাম (৩১) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল ৫টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের সুতার গোফটা এলাকায় বাসচাপায় তিনি গুরুতর আহত হন।
নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নন্দীপাড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তাঁর পুলিশ সদস্য নম্বর-২৯৩।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে লক্ষ্মীপুর থেকে নতুন কর্মস্থল কমলনগর থানায় আসছিলেন পুলিশ সদস্য শফিকুল। পথে রামগতি-লক্ষ্মীপুর সড়কের সুতার গোফটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করলে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরো দুজন আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা হয়েছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে।