বাঘাইড় মাছটির ওজন ৪০ কেজি, দাম ৪০ হাজার!
বাঘাইড় মাছটির ওজন ৪০ কেজি। বিক্রেতা দাম চাইলেন ৪৫ হাজার টাকা। শেষমেষ মাছটি বিক্রি হলো ৪০ হাজার টাকায়!
কিশোরগঞ্জের ভৈরব থেকে ওই মাছটি আনা হয় হবিগঞ্জের শহরতলীর পইল এলাকায়। আজ সোমবার পইল এলাকায় শেষ হয়েছে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত দুইশ বছর ধরে ওই এলাকায় মাছের মেলা অনুষ্ঠিত হচ্ছে।
তীব্র শীত উপেক্ষা করে মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কেউ যান মাছ কিনতে। আবার কেউ যান বড় বড় মাছ দেখতে।
মেলায় উঠে বিরাট বিরাট সব মাছ। দুই শতাধিক দোকানে এসব মাছের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শুধু হবিগঞ্জ নয়, সিলেট, মৌলভীবাজর, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও আসে বহু মানুষ।
মেলা উপলক্ষে পইল গ্রামসহ আশপাশের গ্রামে বিরাজ করে উৎসবের আমেজ। নাইওরে আসেন মেয়ে ও জামাই। নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয়-স্বজনকেও। মেলায় ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছের দাম চাওয়া হয় ৪৫ হাজার টাকা। উমেদনগর গ্রামের মাছ ব্যবসায়ী আবদুন নূর মাছটি ভৈরব থেকে আনেন। পরে মাছটি বিক্রি হয় ৪০ হাজার টাকায়।
এবারও মেলার আকর্ষণ ছিল নদীতে ধরা বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। মেলায় ছিল নদীর বাঘাইড়, বোয়াল, আইড়, পাঙাশ, চিতল, কাতলা, রুই, সিলভার কার্পসহ বিভিন্ন পদের বড় বড় মাছ। এছাড়াও ছিল ছোট মাছের সমাহার।
মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিশুদের খেলনার দোকানও ছিল উল্লেখযোগ্য।
রোববার সকাল থেকেই মাছ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। বিকেলে এ মেলায় লোকে লোকারণ্য হয়ে যায়।