প্রাণের মাঠে সংবর্ধনা পেলেন সৌম্য ও মুস্তাফিজ
সাতক্ষীরা শহরের গণমুখী মাঠ। এ মাঠেই প্রতিযোগিতার তাপটা টের পেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের নতুন তারকা সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। আর প্রতিপক্ষকে ব্যাট ও বলের লড়াইয়ে উপযুক্ত জবাব দিয়ে স্বপ্ন দেখেছিলেন দূর ভবিষ্যতের। এই মাঠেই তো বুনেছিলেন সফল হওয়ার বীজ। আর এখন সারাবিশ্ব দেখছে সাতক্ষীরার দুই কৃতী সন্তানের কীর্তি।
এ মাঠেই সৌম্য আর মুস্তাফিজকে সংবর্ধনা দিল সাতক্ষীরা মানুষ। ১২ দিনের ছুটি কাটাতে নিজ গ্রামের মাঠে মাঠে আর ছায়াতরুতলে এসে তাঁরা বারবার মানুষের হৃদয়ছোঁয়া সংবর্ধনা পেয়েছেন। আর এত মানুষের ভালোবাসার জবাবে তারা শুধুই দেশের মানুষের দোয়া চেয়েছেন ।
গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবন ক্রিকেট একাডেমি সাতক্ষীরা জেলা শহরের গণমুখীর মাঠে আয়োজন করেছিল এই দুই বরেণ্য ক্রিকেটারের সংবর্ধনার। লাল ও সবুজ জার্সি পরা একাডেমির কোমলমতি খুদে ক্রিকেটারদের সাথে যোগ হয়েছিল সব বয়সের মানুষও । তাঁরা বারবার করতালি দিয়ে তাদের ভালোবাসা ছুঁড়ে দিচ্ছিলে সৌম্য ও মুস্তাফিজের দিকে।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি সৌম্য আর মুস্তাফিজ অন্যদের নিয়ে উদ্বোধন করলেন, ‘সুন্দরবন ক্রিকেট একাডেমি’। দুজনই বলেন, ‘এ একাডেমি থেকে যেন আরো ভালো ক্রিকেটারের জন্ম হয়।’
অত্যন্ত সহজ সরল ও হাসিখুশি মুস্তাফিজ লাজুক বাচনভঙ্গিতে বলেন ‘ আপনারা আমাদের অনেক ভালবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসা পেয়েই আমরা এত দূর এসেছি। আমাদের আরো অনেক দূর যেতে হবে । যেন যেতে পারি সেই দোয়া করবেন।’
অনুষ্ঠানে সৌম্য সরকার তাঁর স্বভাবসুলভ ছোট্ট কথায় বলেন ‘আমরা আপনাদের সন্তান । আপনাদের প্রেরণা আমাদের এগিয়ে দিয়েছে। আপনারা আমাদের সাথে থাকলে আর আপনাদের উৎসাহ পেলে অবশ্যই সাতক্ষীরার সম্মান রেখে ক্রিকেট বিশ্বে আমাদের ভালো অবস্থান তৈরি করে নিতে পারব আশা করি।’
সুন্দরবন ক্রিকেট একাডেমির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাবেক ফুটবলার মুনসুর আহমেদ। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দিন, টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক শেখ আজহার হোসেন এবং বরেণ্য ক্রিকেটার সৌম্য সরকারের বাবা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। এ সময় তাঁদের দুই কোচ আলতাফ হোসেন ও মুফাচ্ছিনুল হক তপু ছাড়াও গণমুখী সংঘের কর্মকর্তা মুক্তি ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু , ঈদুজ্জামান ইদ্রিস এবং একাডেমির প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন ।