লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নজরুল ইসলাম (২৬) নামের এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তবে নজরুল বলছেন, বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে এনে তাঁকে গুলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার পালেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার জানান, রাতে নাশকতা সৃষ্টির সময় দক্ষিণ হামছাদি ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে নিয়ে আসার পথে সহযোগীরা তাঁকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় যুবদল নেতা নজরুল পালানোর সময় গুলিবিদ্ধ হন। পরে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। এ ছাড়া এ সময় ডিবি পুলিশের তিন সদস্য কনস্টেবল মো. নাজমুল হাসান, বাহার উদ্দিন ও মাইন উদ্দিন আহত হন।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম জানান, গত রাত ১২টার দিকে ডিবি পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে পালেরহাট এলাকায় নিয়ে যায়। রাত ১টার দিকে ডিবি সদস্যরা তাঁর ডান পায়ে গুলি করে তার পর হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, ‘আমাকে রাত ১২টার পরে ঘর থেকে আইসা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়া আনি, তার পর এক-দেড় ঘণ্টা ঘুরাই পালেরহাট বাজারে আমারে গুলি করসে।’