বান্দরবানে অস্ত্রসহ ‘চাঁদাবাজ’ আটক
বান্দরবানের লামা থেকে অস্ত্রসহ সুমন ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তি চাঁদাবাজি করতেন।
আজ শনিবার সকালে সরই ইউনিয়নের টম্বোঝিড়ি এলাকা থেকে সুমন ত্রিপুরাকে আটক করেন সেনা বাহিনীর সদস্যরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি এলজি রাইফেল উদ্ধার করা হয়। তবে আটক সুমন ত্রিপুরাকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান ওসি।