বড় নয় ছোট ত্যাগ স্বীকার করুন, প্রধানমন্ত্রীকে বিএনপি
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিয়ে বড় নয়, ছোটখাটো ত্যাগ স্বীকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
urgentPhoto
আসাদুজ্জামান রিপন বলেন, ‘বড় মাপের ত্যাগ স্বীকারের জন্য আপনার প্রস্তুত হওয়ার দরকার নেই, শুধু একটি ছোট ত্যাগ স্বীকার করুন। সেটা হচ্ছে যে আপনি বলে দিন খুব শিগগির দেশে একটি নির্বাচন হবে। আপনি বিরোধী দলের সবার সঙ্গে পরামর্শ করুন, সুবিধাজনক সময় নির্ধারণ করুন, যাতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো রয়েছে, সে বাধাগুলো অপসারণ করুন।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘দেশে যখন প্রতিদিন মানুষ খুন হচ্ছে, শাসক দলের লোকেরা নিজেরা নিজেদের লোকদের হাতে খুন হচ্ছেন, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ এটা বলার অপেক্ষা রাখে না।’