সাংবাদিক প্রবীর সিকদার কারাগারে
অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদারকে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুরের বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম ওই আদেশ দেন।
সাংবাদিক প্রবীর সিকদারকে আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে একটি তিন চাকার যানবাহনে করে জেলা প্রশাসকের কার্যালয়ের গারদখানায় আনা হয়। এরপর তাঁকে আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলামের আদালতে উঠালে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত রিমান্ড শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করে প্রবীর শিকদারকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন।
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা রোডের অনলাইন পত্রিকা কার্যালয় থেকে প্রবীর সিকদারকে গ্রেপ্তারের পর রাতেই ফরিদপুরে আনা হয়। পরে তাঁকে ফরিদপুর কোতোয়ালি থানায় রাখা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফরিদপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) স্বপন পাল তথ্যপ্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে রোববার কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ সালের (সংশোধিত-২০১৩)-এর ৫৭ (১) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তিনি (স্বপন পাল) সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।