কুড়িগ্রামে ১৩ শিবিরকর্মী আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কঁচাকাটা বাজারের সরকারটারী এলাকায় সোমবার সন্ধ্যায় গোপন বৈঠক করার সময় ১৩ ছাত্রশিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
কঁচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জামায়াতকর্মী আবু বকর সিদ্দিকের ব্যবসা প্রতিষ্ঠান শুভ ট্রেডার্সের পেছনের একটি ঘরে দরজা-জানালা বন্ধ করে গোপন বৈঠক করছিল ছাত্রশিবিরকর্মীরা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে টেপারকুটি গ্রামের শাহীন আলম, জুয়েল রানা, মোহাম্মদ আলী, সাইফুর রহমান, ফখরুল ইসলাম, ব্রহ্মতর গ্রামের জয়নাল আবেদীন, ব্যাপারীটারী গ্রামের আবু রায়হান, মধ্যখামার গ্রামের ফরিদুল ইসলাম, শাহীবাজার গ্রামের লতিফুল ইসলাম, কঁচাকাটা খামার গ্রামের এমদাদুর হোসাইন, বিষ্ণুপুর গ্রামের আলেফ উদ্দিন, রাঙালীরকুটি গ্রামের খলিলুর রহমান ও পূর্ব কেদার গ্রামের নাজমুল হুদা—এই ১৩ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ জানান, গোপন বৈঠকের ব্যাপারে জানাতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।