নবমবার পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার এ দিন ধার্য করেন।
গত ২৯ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন আদালত। কিন্তু সিআইডি পুলিশ এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় সংশ্লিষ্ট আদালতের বিচারক নতুন করে প্রতিবেদনের জন্য আজ আবার নতুন করে দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর রিপন এনটিভি অনলাইনকে জানান, ২০১৪ সালের ১৮ জুন থেকে এ নিয়ে মোট নয়বার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
গত বছরের ১৫ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১-এর সহকারী পরিচালক (এএসপি) কাজেমুর রশিদ ১১ জনের নাম উল্লেখ করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম ও শরীফুদ্দিন চৌধুরীকে আসামি করা হয়েছিল।
পরে ৯ জুন নিহত মিল্কির ভাই রাশেদ হক খান মিল্কি এ অভিযোগপত্রে প্রকৃত আসামিদের নাম আসে নাই মর্মে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে মামলাটি অধিকতর তদন্তের জন্য একই বছরের ১৮ জুন আবেদন মঞ্জুর করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশান শপার্স ওয়ার্ল্ডের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মিল্কি। হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন মিল্কির ভাই মেজর রাশেদুল হক খান।