হবিগঞ্জে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে বিএনপি সংঘর্ষ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জে আজ বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অসংখ্য ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয়।
রায় ঘোষণার পর বিকেলে শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমসহ পাঁচজন আহত হন। এ সময় পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রায়কে কেন্দ্র করে শহরে সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে।
অপরদিকে শায়েস্তানগর এলাকা থেকে দুই বিএনপিকর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের অনন্তপুরের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়।