‘আনসারুল্লাহর তিন সদস্য’ সাত দিন করে রিমান্ডে
ব্লগার-লেখক অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার অভিযোগে আটক তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান তিনজনকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া তিনজন হলেন আনসারুল্লাহ বাংলা টিমের ‘অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সক্রিয় সদস্য’ সাদেক আলী মিঠু (২৮), আনসারুল্লাহ বাংলা টিমের ‘অর্থদাতা’ তৌহিদুর রহমান (৫৮) এবং মো. আমিনুল মল্লিক (৩৫)। তাঁদের মধ্যে সাদেক আলী দুই ব্লগারকে হত্যার পরিকল্পনা করেন।
গত সোমবার রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি থেকে তিনজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁরা ঢাকায় ব্লগার অভিজিৎ রায় ও সিলেটের অনন্ত বিজয় দাশ হত্যার সঙ্গে জড়িত এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানা গেছে।