ব্যবসায়ীকে হত্যার পর ২০০ টাকা ছিনতাই!
ঝিনাইদহ শহরের কেসি কলেজের সামনের রাস্তায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পান ব্যবসায়ী খুন হয়েছেন। আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পান ব্যবসায়ীর নাম জালাল উদ্দিন সরদার (৪৩)। তিনি জেলার হরিণাকুণ্ডু উপজেলার কাশিপুর গ্রামের তকিম সরদারের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ খবর নিশ্চিত করে বলেছেন, নিহত জালাল উদ্দিন সরদার নিজ বাড়ি থেকে বাইসাইকেলে পানবোঝাই করে বিক্রি করার জন্য আজ ভোরে ঝিনাইদহ হাটে আসছিলেন। শহরের কেসি কলেজের সামনের রাস্তায় আসামাত্র কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় জালাল উদ্দিন চিৎকার করলে ছিনতাইকারীরা তাঁর বুকের ডান দিকে ছুরিকাঘাত করে এবং তাঁর কাছে থাকা মাত্র ২০০ টাকা ছিনিয়ে নেয়। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে মারা যান জালাল উদ্দিন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজন চিহ্নিত করা গেছে। তাকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিহত জালাল উদ্দিন সরদারের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার পরে গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানা গেছে।