নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। পরে আজ বুধবার তাদের কারাগারে পাঠানো হয়।
এঁরা হলেন এনায়েতপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জহুরুল, বসন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদল নেতা ওয়াদুদ মাস্টার এবং খুকনীর রথখোলা গ্রামের জামায়াতকর্মী আশরাফুল ইসলাম।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ২০১৩ সালের ১২ মার্চ যুদ্ধপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীকে চাঁদে দেখা গেছে- এমন গুজব ছড়িয়ে বেতিলের থানা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং এলাকার কয়েকটি মন্দিররে প্রতিমা ভাঙচুর করেন বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মীরা।
এ ঘটনায় তিন শতাধিক নেতা-কর্মীদের নামে মামলা হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এরপর থেকে তাঁরা পলাতক ছিলেন। বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।