চাঁদপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
চাঁদপুরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে মামলায় মানিককে গ্রেপ্তার করা হয়, সে ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। বক্তারা এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপির সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্ল্যাহ সেলিম, কাজী গোলাম মোস্তাফা, দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক শাহজালাল মিশন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গত ১৮ মার্চ রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় ট্রাকে পেট্রলবোমা মেরে তিনজনকে হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়। এ মামলায় গতকাল দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।