নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
শিশু রাকিব, রাজন, রবিউলসহ সারা দেশে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ), জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ, জেলা লোকমোর্চা, ওয়েভ ফাউন্ডেশন ও সুফিয়া কামাল ফেলো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন সিডিএফের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা লোকমোর্চার সভাপতি আলমগীর হোসেন, ওয়ালিউর রহমান মালিক, ইলিয়াস হোসেন, আবদুল হালিমসহ এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সে সঙ্গে এসব অপরাধকে যারা ধামাচাপা দিতে চায়, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।