বোদায় বিভিন্ন দলের নেতা-কর্মীদের আ.লীগে যোগদান
পঞ্চগড়ের বোদায় বিভিন্ন দলের দুই সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
আজ শুক্রবার বিকেলে বোদা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বোদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন।
বোদা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, আওয়ামী লীগ নেতা রবিউল আলম সাবুল বক্তব্য দেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের মানুষকে আকৃষ্ট করেছে। তাই আজ দলে দলে মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হচ্ছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বোদা বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আলম চৌধুরী, ভেষজ চিকিৎসক শওকত আলী, জাগপা নেতা শাহাদৎ হোসেন প্রধান ও জুয়েল কবীর।