বঙ্গবন্ধুকে কোটারি করে রাখতে চাই না : আশরাফ
জাতীয় শোক দিবস সার্বজনীনভাবে পালনের লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দীর্ঘ ৪০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন বিষয়কমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা সার্বজনীন করতে চাই। বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির পিতা। তিনি শুধু আওয়ামী লীগের পিতা নন। আমরা বঙ্গবন্ধুকে কোটারি করে রাখতে চাই না। তাই গণমাধ্যমসহ সবাইকে জাতীয় শোক দিবসকে সার্বজনীনভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছিলাম।’
সৈয়দ আশরাফ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষ জাতীয় শোক দিবস পালন করেছেন। যা প্রমাণ করেছে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, তিনি প্রতিটি বাঙালির পিতা।
সৈয়দ আশরাফ কৃষিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের অর্থনীতিতে শুধু কৃষকরা নন কৃষিবিদরাও কিংবদন্তি। কেননা দেশে খাল-বিল-নদী-নালায় ঠিকমতো পানি না থাকলেও মাছের ঘাটতি তেমন অনুভূত হয়নি। শুধু মাছ নয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রেও তাদের ভূমিকা অতুলনীয়।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নান।
সভায় আরো বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাবেক সভাপতি ড. নীতিশ চন্দ্র দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ।