সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
সাতক্ষীরার কালীগঞ্জের কৃষ্ণনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন সরদার (২৬) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ শাহীন একজন ছিনতাইকারী। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলেও দাবি করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান, কনস্টেবল চুন্নু মিয়া ও শরিফুল ইসলাম। দুই পায়ে গুলিবিদ্ধ শাহীনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের চাতরার মোড়ে কৃষ্ণনগরের ব্যবসায়ী নির্মল ঘোষের কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও এলাকার লোকজনের হাতে টাকাসহ ধরা পড়ে ছিনতাইকারী শাহীন সরদার। পরে ওই দিনই তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।’
এসআই কামাল আরো জানান, জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী রাতে শাহীনকে নিয়ে তার অন্য সহযোগীদের ধরতে এসআই শহিদুল্লাহ ও এসআই খায়রুল আলম কৃষ্ণনগরের মনসুর সরদারের বাড়ির কাছে গেলে পুলিশকে লক্ষ্য করে শাহীনের সহযোগীরা ককটেল নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে শাহীন তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়। অন্যরা এ সময় পালিয়ে যায়। এ সময় তিন পুলিশ সদস্য তাদের ছোড়া ককটেলের স্প্লিন্টারে আহত হন।
শাহীন কালীগঞ্জের পারুলগাছা গ্রামের ছেলে। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শাহীন ও তার সঙ্গীদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।