নোয়াখালীতে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/10/photo-1520680549.jpg)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে একলাশপুরের দুটি স্থান থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সোলায়মানের ছেলে মোহাম্মাদ আলী (২৫) ও আবদুল কাদেরের ছেলে রবিন (১৮)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নোয়াখালী পুলিশ সুপার, প্রত্যক্ষদর্শী ও একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমানের দেওয়া তথ্য থেকে জানা যায়, আজ ভোরে মোহাম্মাদ আলীকে ধাওয়া করেন সন্ত্রাসীদের একটি দল। এ সময় জীবন বাঁচাতে দৌঁড়ে একটি ঘরে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন মোহাম্মাদ আলী। কিন্তু সেই ঘরে গিয়েই কুপিয়ে তাঁর লাশ ফেলে যায় সন্ত্রাসীরা। একই সময় রবিনকেও গুলি করে হত্যা করে লাশ পুকুরে ফেলে যায়।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো বলে জানান স্থানীয়রা।
নিহত রবিনের বাবার বরাত দিয়ে নোয়াখালী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান শেখ জানান, নিহত ব্যক্তিরা ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার জন্য সকালে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
এসআই শাহজাহান শেখ জানান, মোহাম্মাদ আলীর নামে এই পর্যন্ত ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।