সরকারকে ক্রসফায়ারের জবাবদিহি করতে হবে : হান্নান শাহ
কথিত বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য একদিন বর্তমান সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
urgentPhoto
আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় হান্নান শাহ এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সম্প্রতি ক্রসফায়ারে কয়েকজন মারা গেছেন। এক আওয়ামী লীগ নেতা তো বলেই ফেললেন, তারা এখন অ্যাকশন শুরু করেছেন। আমি এই হত্যাকে সমর্থন করি না। বিচার বিভাগের বাইরে গিয়ে তারা হত্যা করছে।’
‘যে কোনো একদিন যে কেউ সময়মতো যদি মোকদ্দমা করে তাহলে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানে যেমন ভুট্টোর ফাঁসি হয়েছিল, তেমনি যাঁরা সরকারে আছেন, এর সঙ্গে যাঁরা জড়িত তারা কিন্তু ফেঁসে যাবেন। তাঁদের সেই পরিণতি হতে পারে বলে আমি আজকে আশঙ্কা প্রকাশ করছি।’
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আরো বলেন, জনগণ ক্রসফায়ার যেমন সমর্থন করে না, তেমনি ক্রসফায়ার সম্পর্কিত ঘটনাকেও আর বিশ্বাস করে না।
টেন্ডারবাজি, চাঁদাবাজি ও আধিপত্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ। তিনি বলেন, পতন ঘনিয়ে আসছে বলেই সরকার এখন বেপরোয়া।