নাটোরে যুবলীগ নেতাকে খুন
নাটোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা ইমরান মণ্ডল খুন হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের কানাইখালী এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে দুর্বৃত্তরা ইমরানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।
কারা কী কারণে ইমরানকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। তবে হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
নাটোর পৌর যুবলীগের সভাপতি হাসিবুল হাসান জানান, নিহত ইমরান মণ্ডল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।