জামিন জালিয়াতি : আদালতের অফিস সহকারী রিমান্ডে
জামিন জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের অফিস সহকারী (এমএলএসএস) শেখ নাঈমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অফিস সহকারী নাঈমকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের ১২ আগস্ট ঢাকা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭০টি মামলায় বিচারকের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া জামিননামা প্রদান করেন।
এ ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল করিম আকন্দ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় আদালতের এক পেশকার কারাগারে আটক থাকলেও তাঁকে রিমান্ডে নেওয়া হয়নি।