র্যাব ২-এর পরিচালককে প্রত্যাহার
রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় র্যাব ২-এর পরিচালক (কমান্ডিং অফিসার) এস এম মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।
urgentPhoto
গত ১৮ আগস্ট হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। অভিযোগ রয়েছে, র্যাব তুলে নিয়ে আরজুকে হত্যা করেছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, এস এম মাসুদ রানাকে প্রত্যাহার করে র্যাবের সদর দপ্তরে আনা হয়েছে।
আরজু নিহত হওয়ার ঘটনায় র্যাব ২-এর পরিচালক এস এম মাসুদ রানাসহ চারজনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার সকালে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এ আবেদন করেন আরজুর ভাই মাসুদ রানা। অন্য আসামিরা হলেন র্যাবের ডিএডি শাহিনূর রহমান, পরিদর্শক ওয়াহিদ ও তথ্যদাতা রতন।
গত ১৯ আগস্ট র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, হাজারীবাগ এলাকায় স্থানীয় থানা ছাত্রলীগের সভাপতি আরজু ও তাঁর সহযোগীদের সঙ্গে র্যাব-২ সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে আরজু নিহত হন।
তবে মামলার আরজিতে বলা হয়, ১৭ আগস্ট আরজুকে অপহরণ করে র্যাব। পরে তাঁকে হত্যা করে লাশ শিকদার মেডিকেল কলেজের পিছনে ফেলে যাওয়া হয়। ১৭ ও ১৮ আগস্ট ঘটনাস্থলে কোনো বন্দুকযুদ্ধ হয়নি।
এর আগে ১৭ আগস্টই হাজারীবাগের গনকটুলিতে মোবাইল ফোন চুরির অভিযোগে রাজা নামের এক কিশোরকে আরজু ও তাঁর সহযোগীরা পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।