হাফিজ ইব্রাহিমের খালাসের রায় বাতিল
জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে ১৩ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে শুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালত তাঁর আদেশে তিন মাসের মধ্যে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চকে মামলাটির পুনঃশুনানির জন্য নির্দেশ দিয়েছেন।
হাইকোর্ট বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে আরো ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২০০৮ সালে বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাফিজ ইব্রাহিমকে ১৩ বছরের সাজা দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি।
২০১১ সালে হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে হাফিজকে বেকসুর খালাস দেন। পরে হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আজ শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।