তথ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া : বিএনপি
বর্তমান তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। একই সঙ্গে তথ্যমন্ত্রী ও তাঁর দলের নেতাকর্মীদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
urgentPhoto
রিপন বলেন, ১৯৭২ থেকে ’৭৫-এর মধ্যে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল এর জন্য দায়ী ছিল জাসদ। এর অন্যতম নেতা হলেন হাসানুল হক ইনু। ওই সময়ে যা হয়েছিল তা দেশের মানুষের কাছে স্পষ্ট করতে হবে।
রিপন বলেন, ‘১৯৭২ থেকে ৭৫-এর মধ্যে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, সমস্ত কিছুর জন্য দায়ী ছিল তৎকালীন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তা হচ্ছে গণবাহিনী এবং তাদের রাজনৈতিক সংগঠন হচ্ছে জাসদ, তাদের অন্যতম নেতা ছিলেন হাসানুল হক ইনু। ইনু সাহেবদের উচিত হবে জাতির সামনে তাঁদের অবস্থান স্পষ্ট করা, যদি এই সরকারের মন্ত্রিত্বে নেহাত থাকার ইচ্ছাই থাকে। আমি মনে করি, তাঁদের অপকর্মের জন্য তাঁর এবং তাঁর দলের যেসব নেতাকর্মী আছেন, তাঁদের ক্ষমাও চাওয়া উচিত।’
একই সঙ্গে এর দায়ভার নিয়ে তথ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান তিনি। রিপন বলেন, ‘যারা গণতন্ত্রের রাজনীতি করেননি তাদের কাছ থেকে যদি গণতন্ত্রের শিক্ষা নিতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই নেই।’