টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীতে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহত মোহাম্মদ হোসেন আলীখালী এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও দেশীয় একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সকাল ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীতে নাফ নদীর মোহনায় কয়েকজন যুবককে দেখে বিজিবির সদস্যরা এগিয়ে যান। এ সময় ওই যুবকরা বিজিবিকে লক্ষ্য করে আকস্মিকভাবে পাঁচ-ছয়টি গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।
বিজিবির কর্মকর্তা জানান, মোহাম্মদ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।