এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দেওয়ায় তিন শিক্ষককে অব্যাহতি
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন জানান, গতকাল ওই কলেজের একটি কক্ষে এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ৫১ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ১৫ জন। দায়িত্বরত শিক্ষকরা ভুল করে ওই ১৫ জনকে ২০১৬ সালের অনিয়মিত পরীক্ষার প্রশ্ন সরবরাহ করেন। শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর বিষয়টি জানতে পারে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য আজ তিন শিক্ষক লুৎফুল হক, রীতামনি ও আখের আলীকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।