কালশীর ঘটনায় কেন ক্ষতিপূরণ নয়, হাইকোর্টের রুল
রাজধানীর মিরপুরের কালশীতে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ক্যাম্পের দুই নেতার করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার ডিসি, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হালিম চাকলাদার ও আইনজীবী হাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।
২০১৪ সালের ১৪ জুন শবে বরাতের রাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কালশীর ওই ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন। সংঘর্ষের সময় কয়েকটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলে একই পরিবারের নয়জন পুড়ে মারা যান। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আজাদ নামের একজন নিহত হন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে রিট দায়ের করেন উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত হোসেন খান ও সম্পাদক মো. সাহিদ আলী বাবু।