সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর খিলগাঁও থানার একটি গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
পরোয়ানা দেওয়া আসামিরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, শিরিন সুলতানা, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সরাফত আলী সপু ও শফিউল বারী বাবু, এম এ কাইয়ুম, লতিফ কমিশনারসহ আরো দুজন।
গত ২৭ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন তাঁদের এ মামলায় পলাতক দেখিয়ে অভিযোগপত্র দাখিল করেন এবং অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। ওই আবেদন আজ বিচারক মঞ্জুর করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আজ এ মামলায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ ছয়জন আদালতে হাজির ছিলেন। বিএনপি নেতা এম কে আনোয়ার, রিজভী আহমেদ ও আমান উল্লাহ আমান এ মামলায় জামিনে থেকে আজ সময়ের আবেদন করেছিলেন।