বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকর করার তাগিদ
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে স্থায়ী ও কার্যকর করার লক্ষ্যে কর্মশালা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি)। আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ইআরএফ এবং ইউএনডিপির আর্থিক সহযোগিতায় আয়োজন করা হয় ‘স্ট্রেনদেনিং লোকাল লেভেল ডিএমসিস : দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালা।
কর্মশালা থেকে বলা হয়, ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি হচ্ছে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তি। আর এই ভিত্তি যদি শক্ত না হয়, তাহলে জাতীয় পর্যায়ের কাঠামোও টেকসই হবে না।
বাংলাদেশ দুর্যোগের স্থায়ী আদেশাবলি তৈরি করেছে, যা বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে বলে নিজের বক্তব্যে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। অনেক উন্নয়নশীল দেশেও এর অনুকরণ করা হচ্ছে বলে জানান তিনি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় পর্যায়ে নীতিনির্ধারকরাসহ উপস্থিত ছিল বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, জামালপুর ও গাইবান্ধা জেলার ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।