মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন
মাগুরার শ্রীপুর উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ শনিবার সকালে উপজেলার মোর্তজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান (৩৮) মোর্তজাপুর গ্রামের হারুনার রশিদের ছেলে।
শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ছয়ের উদ্দিন আহমেদ জানান, আজ সকাল ৯টার দিকে মোর্তজাপুর গ্রামের আউয়াল মিয়া এবং ছাত্তার মাস্টারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে।
এ সময় আনিছুর রহমান, প্রদ্যুত ও ইমরান গুরুত্বর আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হলে চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতাতায়েন করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।