রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

কলেজছাত্র রাজু আহমেদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সদর উপজেলার দুর্গাপূর ইউনিয়নের কিছু বাসিন্দা।
আজ বুধবার সকালে শহরের যুগশিখা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের ওপর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এ সময় রাজু হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে রাজুর মা-বাবা অভিযোগ করে বলেন, আসামি ধরতে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিক ৩০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকেই গ্রেপ্তার করেননি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
গত ১৭ জুলাই শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগারের সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে কলেজছাত্র রাজু আহমেদের লাশ উদ্ধার করা হয়।