চাঁপাইনবাবগঞ্জের আম মিলবে ২০ মে থেকে

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম বাজারজাতকরণের লক্ষে ‘আম ক্যালেন্ডার’ তৈরি করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী ২০ মে থেকে এখানকার আম বাজারে আসবে।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেমিক্যালমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সভায় এই ক্যালেন্ডার তৈরি করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সভায় এ বছর সব ধরনের গুটি আম ২০ মে, গোপালভোগ ২৫ মে, হিমসাগর ও ক্ষিরসাপাতি ২৮ মে, লক্ষ্মণভোগ ১ জুন, ল্যাংড়া ও বোম্বাই ৫ জুন, আম্রপালি, ফজলি ও সুরমা ফজলি ১৫ জুন, আশ্বিনা ১ জুলাই থেকে বাজারজাত করার সময় নির্ধারণ করা হয়। তবে এ বছর দেরিতে মুকুল আসায় এই সময়সীমা সংশোধন করা হতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ বছর কেমিক্যালমুক্ত আম উৎপাদন এবং ডিজিটাল পদ্ধতিতে আম কেনাবেচার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় বিদেশে আম রপ্তানির সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।