জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কাযালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে বলেন, সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
গত ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তাঁর স্ত্রী-পুত্র তারাও জড়িত। এরা এ দেশে খুনের রাজত্ব কায়েম করতে চায়।’
একই দিন খালেদা জিয়া রাজনৈতিক নেতা নন, বরং একজন সন্ত্রাসী বলে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ওই দিন রাতে এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একে একে কারাগারে অন্তরীণ করে দলকে নেতৃত্বশূন্য করার সরকারি হীন ষড়যন্ত্র চলছে। তিনি এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দলের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
এ ছাড়া গত ১ আগস্ট নিজ কার্যালয়ে এক মতবিনিময়ে খালেদা জিয়া জানিয়েছিলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তাঁর দল।
এদিকে গত ২৫ আগস্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গাজীপুরে নাশকতার এক মামলায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সেদিন এক সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করে গাজীপুর শিল্পাঞ্চল অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেন।
এ ছাড়া কয়েক দিন ধরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন।
এমন পরিস্থিতিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিএনপি।