বৃক্ষরোপণের ব্যতিক্রমী উদ্যোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/27/photo-1440658005.jpg)
গোটা জেলাকে সবুজ করার উদ্দেশ্যে গাছ বিতরণ শুরু করেছে ‘এসএসসি ১৯৯৫ ফাউন্ডেশন’। ছবি : এনটিভি
শেরপুর জেলায় সবুজায়নে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘এসএসসি ১৯৯৫ ফাউন্ডেশন’। সংগঠনটি গোটা জেলাকে সবুজায়নের লক্ষ্যে শুরু করেছে ‘বৃক্ষ বিতরণ ও রোপণ উৎসব’।
আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের উদ্যোগে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থীদের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করবে সংগঠনটি।
১৯৯৫ সালে এসএসসি উত্তীর্ণ কিছু শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এই সংগঠনটির কয়েকজন উদ্যোক্তা জানান, গ্রিনহাউস প্রতিক্রিয়ার বিপরীতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই তাঁরা নিজ জেলাকে সবুজ করার চেষ্টা করছেন।