‘পেট্রলবোমা হামলাকারীদের গুলি করে হত্যা বৈধ’
দেশের জনগণকে মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক এবং বাংলাদেশের আইন অনুযায়ী পেট্রলবোমা হামলাকারীদের গুলি করে হত্যা বৈধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘যদি ফ্রান্সে পত্রিকা অফিসে হামলার পর তাদেরকে গুলি করে হত্যা করা মানবাধিকার লঙ্ঘন না হয়, সেটা যদি বৈধ হয়; বোস্টনে বোমা হামলার পর তাদেরকে হত্যা করা যদি বৈধ হয়, তাহলে আজকেও জনগণকে রক্ষা করার জন্য, জনগণকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং বাংলাদেশের আইন অনুযায়ী এই পেট্রলবোমা হামলাকারীদের অন দ্য স্পট গুলি করে হত্যা করা বৈধ। আর এই পেট্রলবোমা হামলাকারী বাহিনীর যিনি নেত্রী বা যাঁরা নেতা তাঁদেরকে ধরে এনে তাঁদেরও বিচার করা হচ্ছে আজকের জনগণের দাবি, সময়ের দাবি।’
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়ার বিচার শুধু বাংলাদেশের আইনে নয়, আন্তর্জাতিক আইনেও তিনি আজকে মানবতার বিরুদ্ধে অপরাধে অপরাধী এবং তাঁর বিচার হওয়া উচিত।’
হাছান মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ সব সময় আলোচনায় বিশ্বাস করে। কিন্তু আলোচনা ডাইনির সাথে হতে পারে না। পৃথিবীর কোনো দেশ সন্ত্রাসী জঙ্গি বাহিনীর সাথে আলোচনা করেনি। আইএস জঙ্গিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় বসেনি।
চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন।