লক্ষ্মীপুরে পিকআপভ্যান উল্টে ব্যবসায়ী নিহত, আহত ২
লক্ষ্মীপুরে মালবোঝাই একটি পিকআপভ্যান উল্টে বাবুল সিকদার (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাবুল সিকদারের বাড়ি ভোলা জেলার হাজারীবাগ এলাকায়। তাঁর বাবার নাম মোহদব সিকদার।
দুর্ঘটনায় আহত হন আরো দুজন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের জকসিন এলাকায় পিকআপটি উল্টে চালক ও তাঁর সহকারীসহ তিনজন আহত হন। তাঁদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাবুলের।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। পরে স্থানীয় কিছু লোক তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে একজন মারা যান।