গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অনৈতিক : সুরঞ্জিত
বিদ্যুৎ ও গ্যাসের দাম পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সে সঙ্গে মূল্যবৃদ্ধিকে অনৈতিক বলেও মন্তব্য করেছেন তিনি।
urgentPhoto
আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমেছে, সেখানে বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো অনৈতিক বলে মনে করেন সরকারদলীয় এই নেতা।
আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমছে। কমছে মানে অবিশ্বাস্যভাবে কমছে। তখন আপনি দাম কমান না। যদি দাম বাড়ে তখন বলেন, এর সমন্বয় করতে হবে; জ্বালানি তেলের দাম আমাদেরও বাড়াতে হবে। জ্বালানি তেলের দাম কমছে যখন, তখন বিদ্যুৎ উৎপাদনের খরচাও কমছে। তাহলে আপনি এটা বাড়াবেন কেন? এটা অনৈতিক।’
জনগণের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দাম বাড়লে আপনি দাম বাড়াবেন, কমলে কমাবেন না—এটা কোনো আইন হতে পারে না। এক দেশে দুই আইন হতে পারে না। দাম কমলে দাম কমবে, আমরা যারা ভোক্তারা আছি, তারা এর সুবিধা নেব। আর বাড়লে আমরা সরকারকে সহযোগিতা করব।’ তিনি বলেন, ‘এটা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। আমার ধারণা, এটা পুনর্বিন্যাস করতে গিয়ে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’