পুলিশের বাধায় চট্টগ্রামে বিএনপির মানববন্ধন পণ্ড
গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের ডাক দিয়েছিল মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
urgentPhoto
নগর বিএনপির দাবি, নেতা-কর্মীরা অংশ নিতে শুরু করলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়। এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বক্তব্য দিচ্ছিলেন। পুলিশ কর্মসূচির ব্যানার কেড়ে নেওয়ার সময় নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা ঘটনাস্থল ছাড়েন।
এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন জানান, সাধারণ মানুষের কথাগুলো বলতে কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ ব্যানার কেড়ে নিয়ে তা পণ্ড করে দিয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, ‘এটা কোন ধরনের গণতন্ত্র?’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, অনুমতি না থাকায় বিএনপিকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি । তবে থানার টহল পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি পালন না করে চলে যায়।