রোদে বিরতি, মেঘে ছুটি!
মাথার ওপর খোলা আকাশ। আকাশে মেঘ উঁকি দিলেই বাজে ছুটির ঘণ্টা। আর সূর্যের প্রখরতায় যেতে হয় বিরতিতে। নেই চেয়ার টেবিল কিংবা বসার বেঞ্চ। গাছের নিচে মাদুর বিছিয়ে চলছে পাঠদান। ছয় মাস ধরে এভাবেই ক্লাস করছে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
ভবন অবশ্য আছে, তবে তাতে ফাঁটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর এ পরিবেশেই বিদ্যার্জন করছে এ স্কুলের শিক্ষার্থীরা। ১৯৯৫ সালে ৩৩ শতাংশ জমির ওপর বেসরকারি পর্যায়ে নির্মিত হয় বিদ্যালয়টি। ২০১৩ সালে স্কুলটি সরকারি করা হলেও সংস্কার করা হয়নি স্কুল ভবনের। যেকোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকি এড়াতে তাই খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।
আড়াইশ শিক্ষার্থীর এ স্কুল ভবন নির্মাণে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
আর জরাজীর্ণ এ ভবন ভেঙে কবে নতুন স্কুল-ভবন নির্মাণ করা হবে সেদিকেই তাকিয়ে আছে কোমলমতি শিক্ষার্থীরা।
বিস্তারিত জাহিদুর রহমানের ভিডিও প্রতিবেদনে :