তেলের দাম না কমিয়ে, সিএনজির দাম বৃদ্ধি অযৌক্তিক : আনু মুহাম্মদ
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজির দাম বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়। যেখানে প্রতি ঘনমিটারে আগের তুলনায় পাঁচ টাকা বাড়িয়ে গ্রাহককে গুনতে হবে ৩৫ টাকা। আর অতিরিক্ত এ পাঁচ টাকা বাড়ানোর ফলে অতীতের মতো তা সাধারণ মানুষের ওপরই চাপিয়ে দেওয়ার আশঙ্কা করছে গণপরিবহনের যাত্রীরা। আর ব্যক্তিগত গাড়ির মালিকরাও বাড়তি অর্থ দিয়ে দৈনিক চলাচল নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
এদিকে গ্যাস উন্নয়ন তহবিলের নামে সিএনজির দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ জনস্বার্থে গ্যাস উন্নয়ন তহবিলের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁর মতে জ্বালানি তেলের দাম না কমিয়ে সিএনজির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। তবে, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ প্রয়োজনীয় কাজেই ব্যয় হয় বলে দাবি এনার্জি রেগুলেটরি কমিশনের।
বিস্তারিত দেখুন চয়ন রহমানের ভিডিও প্রতিবেদনে :