হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষক নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক কৃষক।
আজ বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকার করিম উল্লা (৬৫) ও বড়ইউড়ি গ্রামের তাহির মিয়ার ছেলে শাহীন মিয়া (২৫)। আহত কৃষকের নাম জাহেদ মিয়া (৩০), তিনি বড়ইউড়ি গ্রামের বাসিন্দা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বেলা ১১টার দিকে বড়ইউড়ি গ্রামের শাহীন মিয়া ও তাঁর ভাতিজা জাহেদ মিয়া গুণই হাওরের ক্ষেতে যান। এ সময় বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা ওই দুজনকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাহেদ মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে একই উপজেলার বাসিয়াপাড়ার করিম উল্লা হাওরে ধান কাটার সময় বজ্রপাত হলে আহত হন। স্থানীয়রা তাঁকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হবিগঞ্জের বিভিন্নস্থানে প্রতিদিন বজ্রপাতে কৃষক মারা যাওয়ার ঘটনায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টির সঙ্গে ঝড় তুফান দেখা দিলেই অনেক কৃষক হাওরের কাজ ফেলে বাড়ি ফিরে যাচ্ছেন।