ট্রাকের চাপায় ইজিবাইকের চারজন নিহত
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া দরগার সামনের রাস্তায় আলুবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, কালীগঞ্জ থেকে আলুবোঝাই ট্রাকটি লাউদিয়া দরগার সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এরপর ট্রাকটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিনজন নিহত হন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো এক নারী যাত্রী। আহত হন আরো পাঁচ যাত্রী। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার লাউদিয়া গ্রামের ইজিবাইকচালক মাহবুবুর রহমান, একই গ্রামের হাজেরা বেগম ও আসলাম। একজনের নাম জানা যায়নি।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে এক শিশু ও দুই নারীর অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।