ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল ফের শুরু
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মহিদুর রহমান এনটিভি অনলাইনকে জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আশুগঞ্জ রেলস্টেশন পৌঁছার আগেই ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে সুরমা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনসহ সবকটি কামরা সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এনে সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে আপ ও ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।