ঝিনাইদহে বজ্রপাতে দুজন নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামের মৃত ভরসা আলী মন্ডলের ছেলে কৃষক মানোয়ার হোসেন (৪২) ও মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামের মদন কুমার শর্মার ছেলে কাঠমিস্ত্রি নির্মল কুমার শর্মা (৪৭)।
নিহতের ভাতিজা নাজিম উদ্দিন জানান, সাড়ে ৩টার দিকে ভালকী গ্রামের মাঠের মধ্যে বজ্রপাতে তাঁর চাচা মানোয়ার হোসেন আহত হন। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়াদুল হক জানান, বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে উপজেলার বাতানগাছি গ্রামের নির্মল কুমার শর্মা বাজারের একটি বটগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।