বেনাপোল সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতী নদী থেকে আজ বৃহস্পতিবার ভোরে শরিফুল ইসলাম (৩৪) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সময় এলাকার এক গরু ব্যবসায়ীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
২৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম এনটিভিকে বলেন, ‘নিহত শরিফুল ইসলাম ভারতে চিকিৎসা শেষে ফিরে আসার সময় সীমান্তে মারা গেছেন।’
এদিকে আরিফ (৩২) নামের এক গরু ব্যবসায়ীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজ ভোর রাত সাড়ে ৪টার দিকে আরিফ ভারত থেকে গরু নিয়ে ইছামতি নদী পার হয়ে দেশে ফিরছিলেন। এ সময় নদীতে স্পিড বোর্ডে টহলরত বিএসএফ তাঁকে ধরে শারীরিক নির্যাতন করে নদীতে ফেলে দেয়।
২৩ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম বলেন, গরু ব্যবসায়ী আরিফ বিএসএফের আঘাতে আহত হয়েছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, আহত আরিফ বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।