আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫
সাভারের আশুলিয়ায় একটি গ্যাসলাইট তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার অন্তত ১৫ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকার পলমল গ্যাসলাইট কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় অগ্নিদগ্ধদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে হাসিনা আক্তার, মিতু সরকার, রেশমা বেগম, সুরমা আক্তারের নাম জানা গেছে। তাঁরা জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে আড়াই শ শ্রমিক কাজ করছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এনটিভি অনলাইনকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের নাজিম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।