সাইবার অপরাধী ধরতে হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব
সাইবার অপরাধীদের ধরতে ডিজিটাল ফরেনসিক ল্যাব তৈরি করবে সরকার। সেই সঙ্গে আনছে নিরাপদ ইন্টারনেট সমাধান প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত 'নিরাপদ ইন্টারনেট' বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তাঁরা।
আলোচনা সভায় জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ২৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। দেশের সব মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন দুই প্রতিমন্ত্রী। তাঁরা বলেন, সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
এ সময় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন অনুষ্ঠানের আলোচকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক নোভা আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।